
পঞ্চগড়ে ১৬০ টাকায় তেল দিলো ভোক্তা অধিকার

পঞ্চগড় অফিস : পঞ্চগড়ের বোদা উপজেলায় পূর্বের কেনা ৩২০ লিটার সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা দরে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রি করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২মে) দুপুরে বোদা বাজারে মেসার্স মাহাবুব স্টোরের স্বত্তাধীকারী মাহাবুব আলম রাব্বীর বাসা থেকে এসব তেল উদ্ধার করে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়। পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভোক্তা অধিকার পরেশ চন্দ্র বর্মন জানান, বোদা বাজারের মেসার্স মাহাবুব স্টোরের স্বত্তাধীকারী মাহাবুব আলম রাবীর বাসা থেকে পূর্বের কেনা ৩২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে উপস্থিত ক্রেতাদের মাঝে ১৬০ টাকা করে বিক্রি করা হয়।
এর আগে ওজন কম ও দামে বেশী রাখার অপরাধে তিন বোন কারখানা স্বত্তাধীকারী আব্দুর রাজ্জাককে ৫হাজার ও ভাই বোন কারখানার স্বত্তাধীকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।