
দুর্গাপুর উপজেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল, সম্পাদক বাবুল

কলি হাসান দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পণ্ন হয়েছে। নির্বাচনে মো. সাইফুল ইসলাম সভাপতি ও বাবুল মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬মে) রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মিয়া। এর আগে বিরিশিরি পি সি নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হলরুমে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন কার্যকরী সভাপতি বাচ্চু মিয়া, সহ-সভাপতি পদে বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক মো. বিল্লাল মিয়া, সহ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক রাসেল মিয়া, কোষাধ্যক্ষ উসমান গনি, দপ্তর সম্পাদক আলিউল আজিম।
প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মিয়া জাহান, নির্বাচনে সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১০টি পদে মোট ৩৩জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ২ হাজার ৮৬২ জন ভোটের মধ্যে ২ হাজার ৬৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।