স্টাফ রিপোর্টার বগুড়া:
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর অভিযানে ধর্ষণ মামলার ০১ নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সায়াদ মিয়া (৫৫) কে গ্রেফতার করা হয়েছে।
গত ০৯ মার্চ ২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩০০ ঘটিকার সময় ভিকটিম মোছাঃ নাসিমা বেগম (৩০) স্বামী মোঃ মনির হোসেন, সাং-বুজরুক বিষ্ণপুর, থানা-পালাশবাড়ী, জেলা-গাইবান্ধাকে আসামী মোঃ সায়াদ মিয়া (৫৫) পিতাঃ মৃত জসিম উদ্দিন সাং বুজরুক বিষ্ণপুর, থানাঃ পলাশবাড়ী, জেলাঃ গাইবান্ধা ভিকটিমকে তার নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানের পাশে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে আত্মীয়-স্বজনদের সহিত আলাপ আলোচনা করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মামলা নং- ১৪ তারিখ-১১/০৩/২০২৫ ইং ধারা-২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) দায়ের করে।
পরবর্তীতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র্যাব-১৩ সিপিসি-৩, গাইবান্ধা এজাহার নামীয় আসামীকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় অদ্য ১১ এপ্রিল ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত ধর্ষণ মামলার ০১ নং এজাহার নামীয় পালাতক আসামী বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থানগড় বাজার মাছের আড়ত এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ১১ এপ্রিল ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ২৩.৪৭ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর যৌথ আভিযানিক দল বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থানগড় বাজার মাছের আড়ত এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় ০১নং পলাতক আসামী মোঃ সায়াদ মিয়া (৫৫) পিতাঃ মৃত জসিম উদ্দিন সাং বুজরুক বিষ্ণপুর, থানাঃ পলাশবাড়ী, জেলাঃ গাইবান্ধাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.