

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার এর নব নির্বাচিত কমিটি গঠন কাতারে সংবাদ সম্মেলনের মাধ্য দিয়ে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার এর নব নির্বাচিত আংশিক কমিটি গঠন করা হয়েছে।রাজধানী দোহার সাড়ে আসমাক বৈশাখী হোটেলে সংগঠনটির শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। আশরাফুল ইসলাম জাহাঙ্গীরকে সভাপতি, আমির হোসেন সিদ্দিকী জসিমকে সাধারণ সম্পাদক, মোঃ শাহ আলম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার এর আহ্বায়ক বাবুল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এসসানুল মাহমুদ নাজিম, যুগ্ন আহবায়ক যথাক্রমে সায়েদ আহমেদ সাদ,সাংবাদিক হারুনর রশীদ,আব্দুল মালিক,এম সাইফুল তালুকদার ও মোঃবাতির মিয়া।
প্রেস বিজ্ঞপ্তিি
এম.বি/ সুআ