সংবাদদাতা, বিরামপুর (দিনাজপুর) ; দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৬ষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা- ২০২২ ”জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচ উপজেলা বিরামপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর শুমারি সম্বয়কারি, জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারগণের নিয়ে সোমবার (৩০মে)চার দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মহিলা উম্মে কলছুম বানু, জেলা শুমারি সমম্বয়কারি শাহ মুহা: আমিন আহসান বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.