
২৫০ টাকার ভাড়ায় গিয়ে জীবন দিতে হলো মিলনকে

লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুরে ইজিবাক চালক খোরসেদ আলম মিলন হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের নাজমুল হোসেনের ছেলে সজিব হােসন (১৯), আরজ আলীর ছেলে রবিউল ইসলাম (২৩), কাফুরিয়া গ্রামের আসাদুল মিস্ত্রীর ছেলে মেহেদী হাসান (২২), দন্তনাবাদ গ্রামের সৈয়দ আহমদের ছেলে সাগর আলী (৪০)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫০ টাকা ভাড়ায় মিলনকে বনপাড়া থেকে ঘাটচিলান নিয়ে যায় পরিচিত সজিব ও রবিউল। ইজিবাইক ছিনতাই করার জন্য পূর্বপরিকল্পিত ভাবে আরো দুইজনের সহায়তায় শ্বাসরোধ করে মিলনকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করে।
পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ ও ডিবি পুলিশের ৬টি টিমের যৌথ অভিযানে সজিব হােসন (১৯) নামে একজনকে আটকের পর গভীর জিজ্ঞসাবাদে মিলনকে হত্যাকান্ডের ঘটনা শিকার করে। তার দেয়া তথ্যে বাকি আসামিসহ ছিনতাইকৃত ইজিবাকটি উদ্ধার করে পুলিশ।
৯ বার ভিউ হয়েছে