শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে মধুখালীতে আলোচনা সভা

২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে মধুখালীতে আলোচনা সভা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫খ্রি. মঙ্গলবারঃ ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে নিরহ বাঙ্গালীদের উপর পাকিস্থানী বর্বর বাহিনী কর্তৃক গণ হত্যা চালিয়ে প্রায় ৫০ হাজার মানুষ হত্যা করে। ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ ২০২৫খ্রি.মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু রাসেলের সভাপতিত্বে ২৫মার্চ গণহত্যা দিবসের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো.এরফানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মাহবুব ইলাহী,মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.এসএম নুরুজ্জামান ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কেএম তানজির নাঈম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামসহ প্রমুখ।২৫মার্চ গণহত্যায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাহাবুব।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS