শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

১৪ জন নব জাতকের স্বাভাবিক প্রসব সম্পাদন  পার্বতীপুরে ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা দান অব্যাহত

১৪ জন নব জাতকের স্বাভাবিক প্রসব সম্পাদন  পার্বতীপুরে ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা দান অব্যাহত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ  দিনাজপুরের পার্বতীপুরে ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও  পরিবার কল্যান কেন্দ্রে সেবা দান অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই ছুটি কালীন সময়ে ১৪ জন নব জাতকের স্বাভাবিক প্রসব সম্পাদন হয়েছে এবং তাঁরা সুস্থ্য রয়েছে। সেই সাথে অন্যসব সেবাও অব্যাহত আছে।

জানা গেছে,পার্বতীপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের দীর্ঘ ছুটিকালীন সময়েও প্রসব সেবা এন্টিনেটাল কেয়ার পোস্ট নেটাল কেয়ার সেবা অব্যাহত রয়েছে। এই সেবার আওতায় বৃহস্পতিবার (৩ এপ্রিল)  চন্ডিপুর মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি স্বাভাবিক প্রসব সম্পাদন হয়েছে। মাও নবজাতক সুস্থ্য আছে। এর আগে রামপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ৭ জন,চন্ডীপুরে ৪ জন,হামিদপুরে ২ জন ও মোস্তাফাপুরে ১ জন সহ মোট ১৪ জন নব জাতকের স্বাভাবিক প্রসব সম্পাদন হয়েছে। এই নব জাতকেরা বর্তমানে সুস্থ্য রয়েছে। এ ছাড়াও এ সময়ে ৩৬ জনকে এএনসি ও ১১ জনকে পিএনসি সেবা প্রদান করা হয়েছে।

পার্বতীপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদা খাতুনের সাথে কথা হলে তিনি ঈদ ছুটি কালীন সেবা দানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বার ভিউ হয়েছে
0Shares