আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বানিজ্য শুরু হয়েছে।
গতকাল শনিবার সকালে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ও সরকারি ছুটি থাকায় ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। আজ শনিবার সকাল থেকে আবারো দুই দেশের মাঝে আমদানি রপ্তানি শুরু হয়েছে। এদিকে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী যাতায়াত।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব বলেন, ছয় দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি চালুর সাথে পানামা পোর্ট অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.