
হাত-পা ও মুখ বাঁধা টমটম চালকের মরদেহ উদ্ধার রামুতে

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু থেকে ইজিবাইকচালকের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রামু রাবার বাগান এলাকার পশ্চিম পাশের ঝোপ থেকে বুধবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
চালকের নাম জাফর আলম। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়া এলাকায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় জাফরের পরণে লুঙ্গি ও শার্ট ছিল। এ ছাড়া তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। ক্লুলেস এ হত্যার ঘটনা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে।
৬ বার ভিউ হয়েছে