শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

হাতিবান্ধায় জমি নিয়ে দুগ্রুপে সংঘর্ষ  আহত ৬

হাতিবান্ধায় জমি নিয়ে দুগ্রুপে সংঘর্ষ  আহত ৬

লালমনিরহাট প্রতিনিধি  ; লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে  দুগ্রুপের ৬ জন আহত হয়েছে।
 শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পুর্ব সাড়ডুবি গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আঃরহমান ও প্রতিপক্ষ রবিউল ইসলামের মধ্যে এক সংঘর্ষ হয়। এসংঘর্ষে দবির হোসেন(২৬) আঃ রহমান(৬৫) ও অপর পক্ষের রাবেয়া বেগম(৫৫) ও বেবি(২৩) আহত হয়েছে। আহতরা উভয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছে।
জানা গেছে উক্ত আঃ রহমানের সাথে রবিউল ইসলামের জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ ও মামলা চলে আসছিল। এমনি অবস্থায় আজ সকালে  দবির হোসেন ও আঃ রহমান পিতা পুত্র নিজ জমিতে লাগানো সুপারী ও খেজুর গাছ পরিচর্যা করতে গেলে  অতর্কীত ভাবে রবিউল ইসলাম লাঠি নিয়ে আসে এবং এলোপাতারি ভাবে দবির ও আঃ রহমান কে মার পিট করে।এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে রবিউল লাঠি দিয়ে দবির এর মাথায় আঘাত করিয়ে রক্তাক্ত যখম করেন। বর্তমান চিকিৎসাধিন দবির এর মাথায় ১১ টি শেলাই করা হয়েছে এবং আশংখ্যা জনক রয়েছে। এখবর লেখা সময় পর্যন্ত মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আঃ রহমান জানিয়েছেন
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS