শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

হরিপুরে নবাগত ইউএনও মহোদয়ের সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

হরিপুরে নবাগত ইউএনও মহোদয়ের সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যম প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা সহ ছয় ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছে নবাগত ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল,সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, কৃষি কমকর্তা  রুবেল হোসেন, হরিপুর আবাসিক মেডিকেল অফিসার  আসাদুজ্জামান, হরিপুর  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহার পারভীন সুমি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোসলেম উদ্দিন সরকারি কলেজর প্রভাষক,সৈয়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা তালুকদার,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বহুি শিখা আশা বলেন,আমি সকলের সহযোগিতায় উপজেলার উন্নয়নের কাজগুলো করতে চাই। আশা করি সকলের  সহযোগিতা পেলে, আমি আমার অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবো।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS