শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

হরিণাকুÐুতে ধান ওড়ানোর ফ্যানে শাড়ির আঁচল জড়িয়ে নারীর মৃত্যু!

হরিণাকুÐুতে ধান ওড়ানোর ফ্যানে শাড়ির আঁচল জড়িয়ে নারীর মৃত্যু!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুÐুতে ধান ওড়ানোর সময় পাওয়ারট্রিলার শাড়ির আঁচল জড়িয়ে ফ্যানের আঘাতে আকলিমা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলীয়া গ্রামে মৃত আকলিমা বেগমের ননদের মেয়ের বাড়ীতে ঘটেছে। আকলিমা বেগম ঐ একই গ্রামের মৃত গোলাম সরওয়ারের স্ত্রী। মৃত আকলিমা বেগমের ছেলে হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ একই গ্রামে বসবাসরত ফুপাতো বোনের বাড়ীতে ধান ঝাড়া ও ওড়ানো কাজে সহযোগীতা করার জন্য তার মা আকলিমা বেগম যায়। সেখানে ধান ওড়ানো কাজে ব্যবহৃত পাওয়ারট্রিলার ইন্জিনের সাথে লাগানো বড় ফ্যানের সাথে শাড়ীর আচল জড়িয়ে গেলে আকলিমা বেগম ফ্যানের বেøডে মাথায় ও শরীরে আঘাত প্রাপ্ত হন। তড়িৎ গতিতে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথিমধ্যে আকলিমা বেগমের মৃত্য হয়। পরে হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম পাওয়ারট্রিলার পাখার আঘাতে আকলিমা বেগমের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মৃতের সন্তানদের আবেদনের পরিপ্রেক্ষিতে উর্ধতন কর্মকর্তার নির্দেশনায় মৃতের ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS