
হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা রা.কে অবমাননার প্রতিবাদে সেনবাগ ফাযিল মাদরাসার ছাত্র শিক্ষকদের মানববন্ধন

মোঃ জাহাঙ্গীর আলম ,নোয়াখালী প্রতিনিধি : বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সাঃ) ও আয়েশা (রা.)কে অবমাননার প্রতিবাদে নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ ফাযিল ডিগ্রি মাদরাসার ছাত্র-শিক্ষ সহ সর্বস্তরের লোকজন এবং ছমিরমুন্সিরহাট বাজারে বিক্ষাভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বত্তরের তৈহিদী জনতা। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদরাসার সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে সেনবাগ ফাযিল ডিগ্রি মাদরাসার ছাত্র-শিক্ষ সহ সর্বস্তরের লোকজন করা হয়। এ ছাড়াও রোববার বিকেলে ছমির মুন্সিরহাট বাজারের বড় মসজিদ,উত্তর বাজার জামে মসজিদ,ছমির মুন্সিরহাট শাহী জামে মসজিদ ও ছমির মুন্সিরহাট পশ্চিম বাজার মুন্সি সেকান্দর আহমেদ জামে মসজিদ থেকে কয়েক হাজার ধর্মপ্রান মুসুল্লি বিক্ষোভ মিছিল সহকারে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি শেষে জেরো পেয়েন্টে প্রতিবাদ সভা করে। এসময়শিক্ষাথী,শিক্ষক, ধর্মপ্রান মুসুল্লিরা বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় বক্তরা অভিলম্বে নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রা.)কে কুটক্তি কারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহনের দাবী জানান। এবং নবীণ শর্মাকে গ্রেফতার ও শীরচ্ছেদ করার ঘোষণা দেন।