বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ সয়াবিনসহ ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড লিহাজ উদ্দীন মানিক, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাম কিশোর বর্মন। বক্তারা বলেন, বর্তমান সরকার যে ব্যবসায়ী সিন্ডিকেটের দ্বারা পরিচালিত সয়াবিনের দাম বৃদ্ধির মধ্যদিয়ে তা আবারও প্রমাণিত হলো। এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কোনভাবেই মেনে নেয়া যায় না। তারা বতর্মান লুটপাটতন্ত্র ও দুঃশাসন রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহবান জানান। বক্তাগণ, অবিলম্বে সয়াবিনসহ ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালু, টিসিবি’র পরিসর বৃদ্ধিরও দাবি জানান।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.