প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২২, ৯:০৭ পূর্বাহ্ণ
স্বেচ্ছাসেবক মানুষের জন্য স্বেচ্ছায় সেবা দেওয়া- রংপুরে বানিজ্য মন্ত্রী

রংপুর ব্যুরোঃ বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, স্বেচ্ছাসেবক মানুষের জন্য স্বেচ্ছায় সেবা দেওয়া। আমরা স্বেচ্ছায় সেবক হব বঙ্গবন্ধুর আদশ্য বাস্তবায়িত করব শেখ হাসিনার হাত কে শক্তিশালী করব।
সৎ ও সততা নিয়ে আগামী দিনে পথ চলতে হবে। নেতাকর্মীরা দলের জন্য এগিয়ে আসুন। সামনে নির্বাচন আসছে প্রত্যেকে একজন সৈনিক হিসেবে কাজ করতে হবে। জাতে করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাত শক্তিশালী হয়। জাতির জনক জীবন দিয়ে এই দেশ স্বাধীন করে গেছে।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন শক্তিশালী করতে হবে। আগামী দিনের নেতৃত্বে প্রমানিত করতে হবে আসল নেতার পরিচয়।
মন্ত্রী দ্রব্য মুল্যের উর্দ্ধগতি সম্পর্কে বলেন, কিছু দিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে। তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেয়া হবে না। আমরা কঠোর ভাবে বাজার মনিটরিং করছি।
আজ পীরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামনিক। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
সম্মেলনে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি ও মোঃ সুমন ওয়াহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নতুন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.