
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী শীর্ষক বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির অগ্রগতি শীর্ষক সেমিনার, বর্ধিত সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সেমিনার হলে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ’র অধ্যাপক এবং গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ।
সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ-এর কেন্দ্রীয় সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ।
প্রধান আলোচক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট এস এম নজরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মো. মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রাজনীতি বিশ্লেষক ও অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সারোয়ার ওয়াদুদ চৌধুরী, মামুন মল্লিক, প্রকৌশলী মনির উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য আলহাজ্ব আবদুর রাশেদ খান, বঙ্গবন্ধু সৈনিক লীগ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জি এইচ এম কাজল, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, জাতীয় গণতান্ত্রিক লীগ এর কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল, যুব মহিলা লীগ এর কেন্দ্রীয় সদস্য সুলতানা রাজিয়া শিলা। সভা পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ।
৯৮ বার ভিউ হয়েছে