পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের স্টেনো টাইপিস্ট খলিলুর রহমানের হামলায় আহত হয়েছেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ। বর্তমানে তিনি মাথার ক্ষত নিয়ে পটুয়াখালী জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সিভিল সার্জন অফিসের হেডক্লার্কের কক্ষে এ ঘটনা ঘটে। অফিস কক্ষের এ হামলার ঘটনা জেলায় এখন টক অফ দা টাউনে পরিনত হয়েছে।
হাসপাতালে চিকিৎসধীন জেলা স্যানিটেশন ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ জানান, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান পটুয়াখালী জেলার বেসরকারী ক্লিনিক ও হাসপাতাল সমূহের লাইসেন্সের বর্তমান অবস্থা যাচাই বাছাই পূর্বক সঠিক তথ্য নির্নয়ের জন্য তিন সদস্যদের একটি কমিটি গঠন করেন। একমিটির সদস্যরা হলো সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তৌফিকুর রহমান রাকিব, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রফিকুল ইসলাম ও মহিউদ্দিন আল মাসুদ। তবে ক্লিনিকের তদারকির এ বিষয়টি আগে দেখাশোনা করতো স্টেনো টাইপিস্ট খলিলুর রহমান। নতুন কমিটি গঠন করায় অনেকটা ক্ষুব্ধ হয়ে ওঠেন খলিল। বৃহস্পতিবার মাসুদ সিভিল সার্জন অফিসের হেডক্লার্কের কক্ষে গিয়ে এক স্টাফের কাছে উক্ত ফাইল সম্পর্কে কথা বলছিলেন। এসময় খলিল পিছন থেকে স্টিলের স্কেল দিয়ে মাসুদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে মাসদু জ্ঞান হারিয়ে ফেললে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে স্টোনে টাইপিষ্ট খলিলেল সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এ বিষয়ে পটুয়াখালী সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান জানান, ঘটনা শুনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।###
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.