
সৈয়দপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনার স্তুপ

সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনা স্তুপ রাখায় দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। লায়ন্স স্কুল এন্ড কলেজ নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানটি সৈয়দপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৭.৩০ মিনিট হতে কোমলমতি ছাত্র ছাত্রী ও অভিভাবক আসতে শুরু করে কিন্তু প্রতিষ্ঠানটি আসার রাস্তাটিতে কে বা কাহারা ময়লা আবর্জনা স্তুপ রেখে ডাষ্টবিনে পরিণত করেছেন এবং প্রতিদিন সকাল হলে দুর্গন্ধ অত্র এলাকায় ছড়িয়ে পড়ে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিদ্যালয়ে আগমনে দুর্গন্ধে বমি করে ফেলে। এদিকে এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিয়ার রহমান সরকার জমানো ময়লার আবর্জনা স্তুপ দ্রæত সময়ের মধ্যে অন্যত্র সড়ানোর জন্য গত ০৩ জুলাই সৈয়দপুর পৌরসভা মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ময়লা আবর্জনা স্তুপ সড়ানো হয়নি। ফলে সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে।