দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারীর প্রতিনিধি : সৈয়দপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রিমস বাংলাদেশ’ কুড়িগ্রামে বন্যা ও ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে রবিবার দুই শতাধিক পরিবারকে এক সপ্তাহ ধরে খাওয়ার উপযোগী (চাল, ডাল, তেল, লবন ও ঔষধ) খাদ্য বিতরণ করেন। কুড়িগ্রামের পাগলার চড়ের বাসিন্দা মো: সাত্তার বলেন, “চারদিকে পানির মাঝে আমাদের দিনের খাবার জোগাড় খুব কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় এরূপ খাদ্য সামগ্রী পেয়ে আমরা খুবই উপকৃত হয়ছি।” সংগঠনটির সাধারণ সম্পাদক রাউফুল হাসান তপু জানায়, “কুড়িগ্রামের এরকম চিত্র দেখে আমরা স্থির থাকতে পারি নি। যার ফলে আজ আমাদের সংগঠনের দুজন সদস্য শাহরিয়ার সরকার রিফাত ও সাকিব হাসান বসুনিয়াকে কুড়িগ্রামের প্রায় দু’শতাধিকেরও বেশি পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার পৌছে দিয়েছেন। সেখানে তাঁদেরকে ‘এক টাকার গল্প’ সংগঠন ও ‘কুড়িগ্রাম ই-কমার্স’ সর্বাক্ষণ সহায়তা করেছে।” এছাড়াও উলেখ্য, কুড়িগ্রামের এই বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ মোগলবাসা ইউনিয়নের তেলিপাড়া চড়-শিতাই ঝাড় গ্রামে কমপক্ষে কয়েকটি বাড়ি পূর্ণনিমার্নের আশ্বস্ত করে আসে এ সংগঠনটি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.