মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী , নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার স্বেচ্চাসেবক লীগ যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন প্রকাশ সুজন (৩২) কে ৭২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুজন উপজেলার ছাতারাপাইয়া ইউপির ১নং ওয়ার্ড ছাতারপাইয়া কোঠের বাড়ির আব্দুল হাইয়ের ছেলে ও উপজেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ম আহবায়ক।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার ৬ এপ্রিল রাত ৯টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌমুহনী প‚র্ব বাজার সোনালী ব্যাংক পিএলসির সামনে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ওসি-ডিবি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ আক্তার হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি সুজনকে গ্রেফতার করে। এসময় জিজ্ঞাসাবাদে সে জানায়, চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডের জৈনক হাজী শরীফের বাড়ির দক্ষিন পার্শ্বে গ্রেফতারকৃত আসামী জসিম উদ্দিন প্রকাশ সুজনের সেমিপাকা ভাড়াটিয়া টিনসেট দোকান ভিতর থেকে আরো ৭০ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তার বিরূদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.