
সেনবাগ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সেনবাগ প্রেসক্লাব সংলগ্ন সুলতান প্লাজার ভোজন বিলাস রেস্টুরেন্টে প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সস্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী এবং তথ্য প্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন এইচ সুমনের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সেনবাগ পৌর সভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।
বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি, সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার বিএসসি , অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর বদরুল হোসেন, কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা জিএস আবদুল গণি, মোস্তাফিজুর রহমান মিলন,নাজমুল হুদা মাসুদ,বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল আলম সহ সেনবাগ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের প‚র্বে দেশ ও প্রেস ক্লাবের সদস্যদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় দৈনিক ও স্যাটেলাইট টেলিভিশনের স্থানীয় প্রতিনিধিদের নিয়ে ১৯৯৪ সালে সেনবাগ প্রেসক্লারটি প্রতিষ্ঠিত।