
সেনবাগ পৌরসভার মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশ করায় পৌর মেয়র ভিপি দুলালের সাংবাদিক সম্মেলন

জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগ পৌরসভার জনপ্রিয় মেয়র আওয়ামীলীগ নেতা আবু নাছের ভিপি দুলালের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পৌরসভার কার্যালয়ে ওই সাংবাদিক সম্মেলনটি করেন।
সাংবাদিক সম্মেলনে মেয়র ভিপি দুলাল বলেন, সেনবাগ পৌর সভার ৮ নং ওয়ার্ড উত্তর শাহাপুর মিয়া বাড়ির ফিরোজ আলমের ঘরের সামনের চলাচলের পথে বন্ধ করে তারই ছোট ভাই ফখরুল আলম দেয়াল তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে। এ বিষয়ে ফিরোজ আলম সহ বাড়ির আরো ২ জন সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন ও ওবায়দুল হক সেনবাগ পৌর সভায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে সেনবাগ পৌর সভার পক্ষ থেকে আমি নিজে স্থানীয় কাউন্সিলর সহ একাধিক কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস করে সমাধানের চেষ্টা করি। কিন্তু ফখরুল আলম বার বার সালিশের সিন্ধান্ত অমান্য করেন। পরবর্তীতে তাদের অবৈধ দেয়াল অপসারণের জন্য চার বার নোটিশ প্রদান করা হয়। কিন্তু তাতেও তারা উক্ত চলাচলের পথে তৈরিকৃত অবৈধ দেয়াল অপসারণ না করায়। গত ১৮ এপ্রিল পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব )ও স্থানীয় কাউন্সিলর পৌরসভার জনবল দিয়ে উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাড়ির লোকজনের চলাচলের পথ উম্মোক্ত করে দেন। এখানে কিভাবে জমি দখল করা হলো তা তিনি প্রশ্ন রাখেন। একটি বৈধ বিষয় কে ভিন্ন খাতে নিয়ে আমার সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তারই ধারাবাহিক অংশ হিসেবে দৈনিক সমকাল পত্রিকায় বৃহস্পতিবার ” মেয়রের বিরুদ্ধে সন্ত্রাসী দিয়ে জমি দখলের অভিযোগ ” শিরোনামে নোয়াখালী জেলা প্রতিনিধি কোন প্রকার খোজ খবর না নিয়ে মনগড়া সংবাদ পরিবেশন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তিনি সমকালে প্রতিবাদ পাঠিয়েছেন বলে জানান এবং এ বিষয়ে শ্রীঘ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান