
সেনবাগ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি :; নোয়াখালীর সেনবাগ থানার পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে থানার সভাকক্ষে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) দিপক জ্যোতি খিষা। এসময় বিশেষ অতিথি হিসেবে সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, ডমুরুয়া ইউপির চেয়ারম্যান শওকত হোসেন কানন, আওয়ামীলীগ নেতা আলী আক্কাস রতন, জেলা পরিষদের সাবেক সদস্য রেজিয়া আক্তার বকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার, নবীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওহাব, সেনবাগ বাজার কমিটির সভাপতি আমান উল্যা, কাদরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সোলেমান, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মঞ্জুর মোরশেদ আলম,ইউপি মেম্বার ফয়েজ উল্যা ভ‚ঁইয়া মিষ্টার, সাংবাদিক এম এ আউয়াল, জয়নাল আবদিন প্রমুখ্য।