
সেনবাগ উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত দুই যুগ্ম আহবায়ক ছাড়াই

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামীলীগের নব গঠিত আহŸায়ক কমিটির দুই যুগ্ম আহবায়ক ছাড়াই প্রথম পরিচিতি সভা রোববার বিকেলে সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
নব গঠিত কমিটির আহŸায়ক স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ন আহŸায়ক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির যুগ্ন আহŸায়ক বাহার উল্যা বাহার ও শওকত হোসেন কানন। কমিটির অধিকাংশ সদস্যবৃন্দ উপিস্থিত ছিলেন। কমিটির সদস্য ছাড়া সভা কক্ষে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সম্প্রতি ঘোষিত আহবায়ক কমিটির দুই যুগ্ম আহবায়ক উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী ও সাবেক সেক্রেটারী আবু জাফর টিপু এবং সদস্য শিহাব উদ্দিন কমিটি প্রত্যাক্ষন করে পদত্যাগ করেন। তাদেরকে সভায় দেখা যায়নি। এছাড়াও সদস্যদের মধ্যে এমপির পুত্র সাইফুল ইসলাম দিপু ,ইউপি চেয়ারম্যান বেলাল ভ্ুঁইয়া ও মজিবুল হক বাবুলকেও সভায দেখা যায়নি। এসময় উপস্থিত সদস্য দীর্ঘ ১৩ বছর পর সেনবাগ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির দেওয়ায় জেলা আওয়ামীগকে ধন্যবাদ জানান এবং আগামীতে গনতান্ত্রিক প্রক্রিয়া কমিটি গঠনের অনুরোধ জানান। এসময় সভাপতির বক্তব্যে আহবায়ক মোরশেদ আলম তার উপর আস্থা রাখার অনুরোধ করেন এবং সম্প‚র্ণ গণতান্ত্রিক উপায়ে উপজেলা আওয়ামী লীগের কমিটি করা হবে বলে আশ্বাস প্রদান করেন ।