শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগ আওয়ামীলীগের ৯টি ইউনিয়ন সমন্বয় কমিটি স্থগিত,নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

সেনবাগ আওয়ামীলীগের ৯টি ইউনিয়ন সমন্বয় কমিটি স্থগিত,নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : বিতর্ক পিছু ছাড়ছেনা নোয়াখালীর সেনবাগে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি নিয়ে। দীর্ঘ ৯বছর পর গত ২৬ এপ্রিল জেলা আওযামীলীগ নোয়াখালী-২(সেনবাগ -সোনাইমুড়ী আংশিক আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলমকে আহবায়ক ও সেনবাগ উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, লায়ন জাহাঙ্গীর আলম মানিক, বাহার উল্লাহ বাহার, শওকত হোসেন কানন এবং সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপুকে যুগ্ম আহবায়ক করে ৬৩জন সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির ঘোষনা করে।

কমিটির ঘোষনার পর সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগর সাবেক সেক্রেটারী আবু জাফর টিপু কমিটির প্রত্যাক্ষন করে কমিটি থেকে পদত্যাগ করে।এরপর ২নং যুগ্ম আহবায়ক লায়ন জাহাঙ্গীর আলম মানিককে ১নং যুগ্ম আহবায়ক করা হয়।

এরপর মোরশেদ আলমের সভাপতিত্বে ও লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সঞ্চালনায় আহবায়ক কমিটির প্রথম সভা সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত ২৩ জুলাই শনিবার উপজেলার শায়েস্তানগর গ্রামস্থ লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের “বীর বিক্রম ” শহীদ তরীক উল্লাহ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের আহŸায়ক ও নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক )আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ও এফবিসিসিআইয়ের পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের জন্য ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ও ১৫ আগষ্ট পালনের জন্য ৭সদস্য বিশিষ্ঠ একটি সমন্বয় কমিটি গঠনের সিন্ধান্ত গৃহীত হয়। ওই নির্দেশনা অনুযাই সেনবাগ উপজেলা আহবায়ক কমিটির আহবায়কের পরামর্শে ৩ যুগ্ম আহবায়ক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, শওকত হোসেন কানন ও বাহার উল্লাহ বাহার ৯টি ইউনিয়নের সমন্বয় কমিটির একটি খসড়া তালিকা প্রস্তুত করেন। কিন্তু সেনবাগ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম সোমবার রাতে তাঁর ফেজবুক আইডি থেকে উপজেলার ৯টি ইউনিয়নের সমন্বয় কমিটি স্থগিত ঘোষনা করে একটি স্ট্যাটার্স দিলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। দলীয় নেতার্কীরা বিভিন্ন রকম ট্রল করে মন্তব্য করতে থাকে।

এব্যাপারে মন্তব্য জানার জন্য সেনবাগ উপজেলার আওয়ামীলীগের আহবায়ক ও স্থানীয় এমপি মোরশেদ আলমের মোবাইল ফোনে এনকাধিক বার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননী। পরবর্তী এ বিষয়ে মন্তব্য জানার জন্য ম্যাসেস করা হলেও তিনি কল দেননী। পিরতী ম্যাস্যেসে ধন্যবাদ জানিয়ে ম্যাসেস প্রাপ্তিরর কথা জানিয়ে যথা শ্রীগ্রই সম্বব আমাকে উত্তর দিবে বলে জানালেও ৩ঘন্টা অপেক্ষার পর এরিপোর্ট লেখা পর্যন্ত তার কোন মন্তব্য পাওযা যায়নি।

এব্যাপারে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে,তিনি জানান ২৩ জুলাইয়ে মিটিংয়ে সেপ্টেম্ববরের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন করা ও ১৫ আগষ্ট পালনের জন্য এমপি সাহেবের স্বাক্ষরে সমন্বয় কমিটি গুলির প্রক্রিয়া শুরু করা হয়। কি কারনে একযোগে ৯টি ইউনিয়নের সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে তা তিনি অবহিত নয় বলে জানান এবং এমপি সাহেব বিষয়টি ভালো জানেন বলে মন্তব্য করেন।

এব্যাপারে ২নং যুগ্ম আহবায়ক বাহার উল্লাহ বাহার জানান, এমািপ সাহেবের অনুমতিতে সমন¦য় কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেন তারা। আজ পর্যন্ত তারা কোন কমিটি প্রেরণের চিঠি কাউকে দেননী। কাউকে কোন চিঠি দেওয়ার আগে এমপি সাহেব কি কমিটি স্থগিত করেছে তা তিনিই ভালো বলতে পারবেন বলে মন্তব্য করেন।

এব্যাপারে ৩নং যুগ্ম আহবায়ক শওকত হোসেন কাননের সঙ্গে যোগযোগ করলে তিনি বলেন বিষয়টি এখন মন্তব্য করার সময় আসেনী। সমমমত কথা বলবেন।

অপরদিকে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কর্মী সমথদের মাঝে হতাশা বিরাজ করছে। অধিকাংশ নেতাকর্মী বলেন দীর্ঘ ৯বছর পর আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কিন্তু কমিটি ও কমিটির বাহিরে থাকা কিছু সুযোগ সন্ধানী নেতার কারনে দল টানা ক্ষমতায় থাকলেও আজ অবদি একটি পূনাঙ্গ কমিটি ঘোষনা করতে পারেনী। উপরোন্ত ঠেলাঠেলিতে দল পিছিয়ে যাচ্ছে। যেহেতু সমন্বয় কমিটির মাধ্যমে আগামী ১৫ আগষ্ট পালন করার কথা কিন্তু ওই সমন্বয় কমিটি স্থগিতের কারনে ১৫ আগষ্টের কর্মসূচি কি ভাবে পালিত হবে তার এমপি সাহেব পরিস্কার না করায় নেতাকমীদের মাঝে হতাশা বিরাজ করছে।

২৩ বার ভিউ হয়েছে
0Shares