শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগে ৯ মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ী রবিন গ্রেফতার

সেনবাগে ৯ মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ী রবিন গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৯ মামলার আসামি ও এলাকার চিহৃন্ত মাদক ব্যবসায়ী এবং মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ বরিন (২৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রবিনের বাড়ি সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের বাবুপুর গ্রামে সে ওই গ্রামের মোঃ লুৎফুর রহমানের ছেলে।

শনিবার গভীর রাতে সেনবাগ থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সেনবাগ পৌরসভার বাবুপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এবং শনিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল জানান, গ্রেফতারকৃত রবিনের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক, চুরি, ছিনতাই সহ ৯টি মামলা রয়েছে। তাকে শনিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS