শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পরিবারে চলছে শোকের মাতম

সেনবাগে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পরিবারে চলছে শোকের মাতম

মোঃ জাহাঙ্গীর আলম ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের মোঃ পারভেজ (৩০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। পারভেজ সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর ৬নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সিরাজ ড্রাইভারের বাড়ির মোঃ এমাম হোসেনের মেজ ছেলে সে পেশায় ট্রাক চালক। ওই দুর্ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লা চান্দিনা এলাকার ভাউছি বাজার নামকস্থানে। নিহত পারভেজের ৪মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,সোমবার রাত আড়াইটার দিয়ে পারভেজ নিজে মাল বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার অভিমুখে রওয়ানা দিয়ে কুমিল্লার চান্দিনা নামকস্থানে পৌছলে গাছ (কাঠ)বোঝাই অপর ট্রাককে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে পারভেজ নিহত হয়। এবং ট্রাকের হেলপার গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তার করে। ফারভেজের লাশ সকাল সাড়ে ৯টার সময় বাড়িতে পৌছলে শুরু হয় শোকের মাতম।

১৭৫ বার ভিউ হয়েছে
0Shares