শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগে স্বেচ্ছাসেবী সংগঠন রুহামা সোসাইটি ফাউন্ডেশনের উদ্যোগে ২ হতদরিদ্র রিকশা চালককে মাঝে অটোরিকশা উপহার প্রদান

সেনবাগে স্বেচ্ছাসেবী সংগঠন রুহামা সোসাইটি ফাউন্ডেশনের উদ্যোগে ২ হতদরিদ্র রিকশা চালককে মাঝে অটোরিকশা উপহার প্রদান

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী , নোয়াখালী প্রতিনিধি ; সেনবাগে স্বেচ্ছাসেবী সংগঠন রুহামা সোসাইটি ফাউন্ডেশনের উদ্যোগে ২ হতদরিদ্র রিকশা চালককে ব্যাটারী চালিত অটোরিকশা উপহার দিয়েছে ভ‚ঁইয়ার দিঘি রুহামা সোসাইটি ফাউন্ডেশন।
শুক্রবার বাদ জুমা স্থানীয় মসজিদের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডুবাই প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব রাসেল মিয়ার অর্থায়নে হতদরিদ্র দুই রিকশা চালকের হাতে ব্যাটারী চালিত অটোরিকশা দুইটি তুলে দেন রুহামা সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আবুল কাশেম ও সেক্রেটারী মুফতি আবদুল্লাহ আল মানসুর। এর মধ্যে একজন রিকশা চালকের রিকশাটি চুরি হয়ে যাওয়ায় হতাশায় ভুগছিলেন। অটোরিকশা পেয়ে দুই রিকশা চালক কে আবেগাপ্লুত ও উচ্চসিত হতে দেখা যায়। এসময় ছাত্রনেতা ফখরুল ইসলাম রুবেল, যুবনেতা রুবেল মির্জা সহ রুহামা সোসাইটি ফাউন্ডেশনের সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রুহামা সোসাইটি ফাউন্ডেশন ইতোমধ্যে এলাকায় দু:স্থ অসহায় মানুষকে সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, গৃহহীনদের ঘর নির্মাণ, বন্যায় ঘর ভেঙে যাওয়াদের পুনর্বাসন সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে এগিয়ে এসে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS