শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগে স্বর্ন প্রতারক চক্রের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ

সেনবাগে স্বর্ন প্রতারক চক্রের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে সংঘবদ্ধ স্বর্ন প্রতারক চক্রের দুই সদস্য আমির হোসেন (২৭) ও আরিফ হেসেন (৩২)কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সির হাট বাজারে ওই ঘটনাটি ঘটেছে।

গণপিটুনির শিকার দুই যুবক হচ্ছেঃ থেকে  লক্ষীপুরের পশ্চিম মান্দারী গ্রামের মনির উদ্দিন  হাওলাদ বাড়ির কবির হোসেনের ছেলে প্রতারক আমির হোসেন (২৭) ও ল²ীপুর সদরের সদর চাঁদখালী গ্রামের তালালা বাড়ীর মন্তাজ মিয়া ছেলে আরিফ হেসেন (৩২)।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানায় , ওই প্রতারক অভিনব কায়দায় তামার টুকরাকে স্বর্ণ বলে নিরিহ নারীদের নিকট বিক্রি করে দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছিল। বৃহস্পতিবার অনুরুপ ভাবে উপজেলার ছমির মুন্সির হাট বাজারে ওই দুই প্রতারক বীজবাগ ইউপির মিয়ারহাট এলাকার জৈনক মহিলাকে তামার টুকরাকে স্বর্ন বলে প্রতারনা করে বিক্রির সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দুই প্রতারককে আটক করে গণপিটুনি দিলে তারা প্রতারণার কথা স্বীকার করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌছে দুই প্রতারককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।

১৮ বার ভিউ হয়েছে
0Shares