মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী , নোয়াখালী প্রতিনিধি : সেনবাগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোঃ মহিন (৩৮)নামের এক মাদক কারবারিকে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ মহিন উপজেলার ৩নং ডমুরুযা ইউপির ৮নং ওয়ার্ড কৈয়াজলা গ্রামের মোঃ জলিলের ছেলে। এ সময় যৌথ বাহিনী তার নিকট থেকে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪টি দেশীয় তৈয়ারী কিরিছ উদ্ধার করে।
জানাগেছে,মঙ্গলবার রাত ১০টারদিকে ৩৩ পদাতিক ডিভিশন সেনবাগ সেনাক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে সেনাবাহিনী ও সেনবাগ থানার পুলিশ যৌথ অভিযান অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ মহিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪টি কিরিচ উদ্ধার করে। রাতেই তাকে সেনবাগ থানা পুলিশে নিকট সোপার্দ করা হয়।
এঘনায় সেনবাগ থানা মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.