রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগে যৌতুকের দাবীতে বিয়ের ৪মাসের মাথায় গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী ও শাশুড়ী আটক

সেনবাগে যৌতুকের দাবীতে বিয়ের ৪মাসের মাথায় গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী ও শাশুড়ী আটক

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :; সেনবাগে বিয়ের মাত্র ৪ মাসের মাথায় যৌতুকের দাবী মিটাতে না পারায় চুমকী আক্তার (১৭) নামের এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করার অভিযোগ ওঠেছে স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে। নিহতের চুমকী বেগমগঞ্জ উপজেলার ৬নং রাজগঞ্জ ইউনিয়নের কমর উদ্দিন কবিরাজ বাড়ির মালোশিয়া প্রবাসী গিয়াস উদ্দিনের মেয়ে।
নিহতের চাচা পালক পিতা মামুন অভিযোগ করে বলেন, সেনবাগ উপজেলা কাবিলপুর ইউপির ছমির মূন্সির হাট ২নং ইয়ারপুর পাটোয়ারী মার্কেট সংলগ্ন টিটি সাহেবের বাড়ির মৃত নজরুল ইসলাম ট্রেইলারের ছেলে মোঃ আল আমিন প্রকাশ সাজুর সঙ্গে বিগত ৪মাস আগে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর মেয়ের জামাইকে সিএনজি ক্রয় করার জন্য ২লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়। এরপরও জামাই সাজু তার মালোশিয়া প্রবাসী শ্বশুড় সালা উদ্দিনের নিকট আরো ২লাখ টাকা যৌতুক দাবী করে। দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে শনিবার দুপুরে স্বামী ও শাশুড়ী মিলে চুমকীকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রকাশ করে।
এরপর খবর পেয়ে সেনবাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান ও এসআই আবদুল সালামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরাহাল রিপোর্ট তৈয়ার করে লাশের ময়না তদন্তের জন্য নোয়াখালী জেলারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনায় এলাকাবাসী স্বামী সাজু ও শাশুড়ী মেহের আফরোজকে আটক করলে পুলিশ সোপার্দ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
যোগাযোগ করলে সেনভাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিতকরে বলে ময়না তদন্তে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে পেয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। নিহতের পািরবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাজু ও শাশুড়ী মেহের আফরোজকে থানায় আনা হয়েছে।

১১ বার ভিউ হয়েছে
0Shares