
সেনবাগে বিয়ের তিন মাসের মাথায় নববধূর আত্মহত্যা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বিয়ের তিন মাসের মাথায় শাহরিয়ার ইসলাম প্রকাশ অবনি (২২) নামের এক নববধ‚ পিতার বাড়িতে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। ওই আত্মহত্যা ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ জুলাই) সেনবাগ পৌরসভার অস্ট্রোদ্রোন গ্রামের দরগা সংলগ্ন একটি পরিত্যাক্ত বাড়িতে। নিহত অবনি ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও কাদরা ইউনিয়নের ভাটিরচর গ্রামের মান্নান মেম্বার বাড়ির যোবায়ের স্ত্রী। তিন মাস আগে প্রেমের সম্পর্কে অবনি ও যোবায়ের বিয়ে হয়েছিল।
খবর পেয়ে সেনবাগ থানার এসআই হোসেন ইবনে নাঈম ভ‚ঁইয়া নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শনিবার রাতে অবনির লাশ পিতার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রোববার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, ঘটনার দিন শনিবার বিকেল অনুমানিক ৩টা সময় পারিবারের লোকজনের অজান্তে অবনি পিতার বাড়ির পাশ্বে একটি পরিত্যাক্ত ঘরের আড়ার সাথে গালায় ফাঁস দেয়। দীর্ঘ ক্ষণেও অবনিখে দেখতে না পেযে তার মা খোঁজাখুজি শুরু করে একপর্যায়ে বাড়ির পাশ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে গিয়ে দেখেন মেয়ে অবনি ফাঁস দিয়ে ঝুলছে। এসময় সে এসময় চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এগিয়ে এসে ঝুলন্ত অবস্থা থেকে অবনিকে নামিয়ে দ্রæত সেনবাগ সরকারী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।
খবর পেয়ে সেনবাগ থানার এস আই হোসেন ইবনে নাঈম ভ‚ইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুত হাল রিপোট শেষে রাতে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। পরে রোববার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালীতে মর্গে প্রেরন করে। পুলিশের ধারনা পারিবারিক কলহের জের ওই আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে। তবে ময়নাতদন্তের রির্পোট পেয়ে সঠিক কারন জানাযাবে বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।