বুধবার- ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগে বজ্রপাতে নিহত -১,আহত -১

সেনবাগে বজ্রপাতে নিহত -১,আহত -১

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের বজ্রপাতে মোঃ জিয়াইল (৩২)নামের এক ব্যাক্তি বজ্রপাতে নিহত হয়েছে। এঘটনায় মোঃ তৌহিদুল ইসলাম প্রকাশ শহীদ (৩৫) নামের অপর এক ব্যাক্তি আহত হয়েছে।

নিহত জিয়াউল হক পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং আহত শহীদ সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মইশাই গ্রামের দর্জি বাড়ির সুজনের ছেলে। বজ্রপাতে নিহত ও আহতের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৪টারদিকে সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির ৬নং ওয়ার্ডের মইশাই দর্জি বাড়িতে।

স্থানীয় সুত্রে জানাগেছে, সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের আবুল কাশেমের ছেলে জিয়াউল হক শ্¦শুর বাড়ি সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির মইশাই দর্জি বাড়িতে বেড়াতে এসে রাজমিস্ত্রী শ্রমিক হিসাবে তৌহিদুল ইসলাম শহীদের যোগালী হিসাবে কাজ শুরু করে। কাজ শেষে দুইজনে বাড়ি ফেরার পথে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে জিয়াউল হক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয় ও শহীদ আহত হয়। এসময় স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস জিউয়াল হককে মৃত ঘোষান করে। আহত শহীদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বজ্রপাতে এক শ্রমিক নিহত ও অপর জন আহতের বিষয়টি নিশ্চিত করেন।

৫৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS