
সেনবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে উদ্বোধন

জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুর উড়িয়ে খেলার উদ্বোধন করেন নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম।
উদ্বোধনী খেলায় সেনবাগ পৌরসভা ফুটবল দল-অর্জুনতলা ইউনিয়ন ফুটবল দলের মুখোমুখি হয়। খেলায় সেনবাগ পৌরসভা দল-অর্জুনতলা ইউনিয়ন ফুটবল দলকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে। এসময় উপস্থিত ছিলেন ,সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ,সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন কানন, সাংসদের প্রতিনিধি আলী আক্কাস রতন,সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আমান উল্লাহ প্রমুখ।
একইদিন সেনবাগ উপজেলার অপর দুইটি ভেন্যুতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবল টুর্ণামেন্টের আরো চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গাজীরহাট উচ্চবিদ্যালয় মাঠে ছাতারপাইয়া ইউনিয়ন বনাম কাদরা ইউনিয়ন ও কেশারপাড় ইউনিয়ন বনাম-ডমুরুয়া ইউনিয়ন এবং মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় (কল্যান্দী) মাঠে কাবিলপুর ইউনিয়ন পরিষদ বনাম মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ ও বিজবাগ ইউনিয়ন পরিষদ বনাম নবীপুর ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে