মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে আয়ান ও মাইশা নামের আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে সেনবাগ উপজেলার ৩নং ডুমুরুয়া ইউপির পরীকোট গ্রামের মৌলভী বাড়ির সৌদি প্রবাসী রনির ছেলে আয়ান (৫ ) ও একই ইউনিয়নের জিরুয়া গ্রামের পাটোয়ারী বাড়ীর কুয়েত প্রবাসী মহিন উদ্দিনের মেয়ে জিরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী স্কুল ছাত্রী মাইশা (১০)।
শনিবার দুপুর ১টরদিকে আয়ান বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘ ক্ষনেও আয়ান ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশ্ববতী পুকুরে তার লাশ ভাসতে দেখে দ্রæত তাকে উদ্ধার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা।
অপরদিকে শুক্রবার (৬মে) বিকেলে একই ইউনিয়নের জিরুয়া গ্রামের পাটোয়ারী বাড়ীর কুয়েত প্রবাসী মহিন উদ্দিনের মেয়ে জিরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ছাত্রী মাইশা (১০) পুকুরের পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাকে দীর্ঘক্ষনেও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য গতকাল শুক্রবার দুপুরে সেনবাগ পৌরশহরের বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির মোস্তফার দুই যমজ ছেলে মেযে আলিফ (৩) ও মাহির (৩) পুকুরের পানিতে ডুবে মারা যায়। এবং বৃহস্পতিবার বিকেলে একই উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট (বায়তুল্লাহ) গ্রামের ইউসুফের মেয়ে মাহী (১) খেলতে গিয়ে বালতির পানিতে পড়ে মারা যায়। মৃত্যুর ঘটনাগুলি সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। গত দুই ৬ মাসে সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ে পুকুরের পানিতে ডুবে কমপক্ষে ২০জন শিশু নিহত হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.