শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগে পানিতে ডুবে মনিরুল ইসলাম নামের এক শিশুর মৃত্যু

সেনবাগে পানিতে ডুবে মনিরুল ইসলাম নামের এক শিশুর মৃত্যু

মোঃ জাহাঙ্গীরে আলম শায়েস্তানগরীনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে মনিরুল ইসলাম প্রকাশ মনির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা (ছয় বাড়িয়া) গ্রামের ছালামত উল্যার বাড়িতে ওই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত মনিরুল ইসলাম প্রকাশ মনির ওই গ্রামের ছালামত উল্যাহ বাড়ির ব্যবসায়ী আমরি হোসেনের ছেলে।

স্থানীয় স‚ত্রে জানা যায়, পরিবারের সদস্যরা সকালের দিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কোনো এক সময় পরিবারের সদস্যদরে অগোচরে শিশুটি ঘরের বাহিরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ ক্ষনেও তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। যার এক পর্যায়ে ঘরের পাশে থাকা পুকুরের পানিতে শিশু মনিরকে ভাসতে দেখে দ্রæত তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা ৫০শর্যা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ও সেনবাগ প্রেসক্লাবের সদস্য নুর হোসাইন সুমন শিশু মনিরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান,মনিরের জন্মের সময় তার মা মারা যায়। এরপর তাকে ওই বাড়ির চাচা নুরুল ইসলাম ও চাচি সন্তানের স্মেহে লালন পালন করেছিলেন। কিন্তু শিশুটি মৃত্যুতে ওই পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর খবর শুনেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোন অভিযোন দেননি।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS