শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগে দুই বখাটে গ্রেফতার

সেনবাগে দুই বখাটে গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে মাদারাসা ছাত্রীদের উত্যাক্ত করার অপরাদের সাইফুল ইসলাম ও মাহমুদুর রহমান সজল নামের দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার দুপুরে সেনবাগ উপজেলার কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদরাসার সামনে থেকে তাদেরকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেঃ সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ডোমনাকান্দী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও একই ইউপির দক্ষিন সাহাপুর গ্রামের সাইদুল হক সবুজের ছেলে মাহমুদুর রহমান প্রকাশ সজল (২১)।

সেনবাগ থানার এসআই নাঈম জানান,শনিবার দুপুরে একদল বখাটে যুবক মাদরাসার সামনে গিয়ে শিক্ষার্থীদের উত্যাক্ত করছিল। এসময় বিষয়টি মাদরাসার সুপার আকতারুজ্জামান ফয়েজী সেনবাগ থানার ওসিকে মুঠোফোনে বিষয়টি অবহিত করলে ওসির নির্দেশে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই দুই বখাটে যুবককে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যায়।

যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১১ বার ভিউ হয়েছে
0Shares