
সেনবাগে দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের কাগজপত্র বিহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা মোতাবেক শনিবার (২৮মে) দুপুরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহিবুস সালাম খান সবুজের নেতৃত্বে ৮সদস্যের একটি দল উপজেলার কানকিরহাট বাজারের সিটি ডায়াগনস্টিক সেন্টার ও ছাতারপাইয়া বাজারের জেনুইন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কোন কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠান দুইটি সিলগালা করে দেওয়া হয়।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুস ছালাম খান সবুজের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, মেডিকেল অফিসার ডাক্তার সাইফুল্লাহ রাসেল এমওডিসি ডাক্তার কামাল হোসেনসহ ৮ সদস্যের অভিযানিক দল ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মহিবুস ছালাম খান সবুজ জানান, যেসব প্রতিষ্ঠানের কাগজপত্র আপডেট করা নাই তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপডেট করার নির্দেশপ্রদান করা হয় অন্যথায় সকল প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।