
সেনবাগে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে তাল গাছ থেকে পড়ে মোঃ জনি (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত জনির বাড়ি সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামে। সে ওই গ্রামের এছাক মিয়ার বাড়ির শহীদ উল্লাহ ছেলে। ওই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নলুয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়।
স্থানীয়রা জানায়,মঙ্গলবার সকালে জৈনক তালের ডাব বিক্রেতা দিনমজুর জনিকে দিয়ে তালের ডাব পাড়ার জন্য তালগাছে ওঠিয়ে দেয়। তাল গাছ থেকে তালের ডাবের ছড়া কাটার এক পর্যায়ে জনি গাছ থেকে নিছে মাটিতে পড়ে গিয়ে মাথা পেটে মোগজ বের হয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি-তদন্ত রুহুল আমিন জানান এধনের ঘটনা কেউ থানায় অবহিত করেনী।