
সেনবাগে জীবন্ত দুই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বিজবাগ ইউনিয়নের বীরনারায়নপুর গ্রামের বীরপাড়ার আহম্মেদ আলী ব্যাপারি বাড়িতে( প্রকাশ মান্নান ম্যানেজারের পুরাতন বাড়িতে) বসতঘের অগ্নিকান্ডর ঘটনায় দুই শিশু জিবন্ত দগ্ধ হয়ে মারা গেছে।
এরা হচ্ছে ওই বাড়ির ইকবাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল রুমন (৬) ও মেয়ে রাবেয়া বেগম (৩) নামের দুই ভাই বোনের মর্মান্ততিক মুত্যু হয়েছে।
দুপুর ১২ টার মা গোলাপি বেগম রানা বান্না শেষে দুই শিশুকে গোসল করিয়ে গুমিয়ে রেখে। নিজে গোসল করতে যায়। এর ফাকে রান্না করার চুলারআগিন থেকে অগ্নিকান্ডের ঘটনায় ঘুমন্ত দুই শিশু জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।আগুন দেখে আশপাশের লেকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে বসতঘর ও দুই শিশু পুড়ে মারা যায়।
১১০ বার ভিউ হয়েছে