
সেনবাগে ইভটিজিংয়ের বিচার চাইতে গিয়ে বখাটের মারধরের শিকার মাদরাসা ছাত্রী

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগ পৌরসভা বিন্নাগুনি গ্রামে ইভটিজিংয়ের বিচার চাইতে গিয়ে এক মাদরাসার ছাত্রী (১৬)। বখাটে ইভটিজার আরাফাত হোসেন প্রকাশ হৃদয় (২৫) হামলা ও মারধরের শিকার হয়েছে। ওই ঘটনাটি ঘটেছে শনিবার (৪জুন) বিকেলে সেনবাগ পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের লতি আলাগো বাড়িতে। ইভটিজার হৃদয় ওই বাড়ির ছারওয়ার হোসেনের ছেলে।
হামলাল শিকার মাদরাসা ছাত্রী জানান, সে উপজেলার কানকিরহাটের একটি মহিলা মাদরাসায় পড়া লেখা করেন। সে মাদরাসায় আসা যাওয়ার পথে একই গ্রামের প্রতিবেশী সারওয়ার হোসেনের ছেলে বখাটে আরাফাত হোসেন হৃদয় তাকে নানা ধরনের অল্লীল কথা বার্তা বিভিন্ন ধরণের অঙ্গবঙ্গী করে উত্যাক্ত করতো। এই ঘটনার বিচার দেওয়ার জন্য শনিবার তাদের বাড়িতে গিয়ে হৃদয়ে মায়ের নিকট বিচার দিলে হৃদয় তার মা’য়ের সামনে তাকে চড়থাপ্পড় মারে এবং চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে।
এরপর বিকেল হামলার শিকার ওই ছাত্রছাত্রী সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের নিকট প্রতিকার চাইলে তিনি ওই ছাত্রীকে সেনবাগ থানায় পাঠায়। এঘটনায় হামলার শিকার ছাত্রী থানায় রাতে সেনবাগ থানার লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি-তদন্ত রুহুল আমিন সত্যতা নিশ্চিত করেন জানান আইনী ব্যবস্থা নেওয়া হবে