শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগে আশ্রায়ন প্রকল্পের ঠিকাদার ও ইউপি মেম্বারকে পিটিয়ে আহত, নগদ টাকা লুট

সেনবাগে আশ্রায়ন প্রকল্পের ঠিকাদার ও ইউপি মেম্বারকে পিটিয়ে আহত, নগদ টাকা লুট

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার সরকারি আশ্রয়ন প্রকল্পের ঠিকাদার ও কাবিলপুর ইউপির ইয়ারপুর ১নং ওয়ার্ডের টানা তিন বারের মেম্বার কাজী সালে মোহাম্মদ ওয়াসিমকে (৩৭)কে পিটিয়ে গুরুত্বর আহত করে নগদ দেড় লক্ষ্য টাকা লুট করে একদল সন্ত্রাসী। রোববার দুপুরে সেনবাগ উপজেলা পরিষদ গেইটের সামনে ওই ঘটনাটি ঘটেছে। এসময় তার আত্বচিৎকারে আশাপশ্বে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তারা তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করান।

হামলার শিকার কাজী সালে মোহাম্মদ ওয়াসিম জানায়, উপজেলা ডমুরুয়া ইউপির পাইখাস্তা সরকারের আশ্রায় প্রকল্পের ঠিকাদার সে। রোববার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে দেড়লক্ষ টাকা নিয়ে সে বসতঘরের নির্মান শ্রমিকদের মুজুরি পরিশোধের জন্য মোটরসাইকেল যোগে রওয়ানা দিয়ে উপজেলা পরিষদ গেইটের সামনে এসে পৌছলে ৫/৬জনের একদল সন্ত্রাাসী তার মোটরসাইকেলে গতি রোধ করে অতকির্তে তাকে এলোপাথাড়ী পিটিয়ে ও কিলঘুশি মেরে মারাত্মক আহত করে। এবং তার নিকট থাকা দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। হামলায় একটি চোখ মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ও পরবর্তীতে উন্নত চিকিৎসার নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।ওয়াসিম ইয়ারপুর গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাড়ির মৃত মমিন উল্লাহ ছেলে।

এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানাল অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এধরণের একটি ঘটনাা শুনেছেন বলে নিশ্চিত করে জানান,অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

১০৬ বার ভিউ হয়েছে
0Shares