মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে আদালতে রায় পাওয়া সম্পত্তি জোর করে দখলে রাখার অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করে প্রশাসন সহ সকলের সহযোগিতা চাইলেন সম্পত্তির দাবিদার ভাই ও ভাতিজারা।
শুক্রবার দুপুরে উপজেলার ছমিরমুন্সির হাট খাঁন ডেকোরেটরে আজিজপুর গ্রামের হোসেন আলী সারেংয়ের ছোট তাজুল ইসলাম ও তার ভাতিজা ওই সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলাম তাজু অভিযোগ করে বলেন,তিনি দীর্ঘ দিন প্রবাসে থাকার কারনে এবং অপর দুই ভাই মৃত্যু বরন করার তার আপন বড় ভাই জয়নাল আবদিন ছমিরমুন্সির হাট উত্তর বাজারে তাদের পৈত্রিক ৭ শতাংশ সম্পত্তির ওপর নির্মান করা ১১ টি দোকানঘর দেখা শুনা করতেন ও ভাড়া আদায় করে আমার মৃত দুই ভায়ের পরিবারকে দিতেন। তিনি প্রবাস থেকে বাংলাদেশে এসে জানতে পারেন বড়ভাই জয়নাল আবদিন বিভিন্ন ভাবে প্রতারণার মাধ্যমে তার নামে বেনামে বিভিন্ন ভুয়া দলিল তৈরি করে ওই ১১টি দোকান সহ জায়গাটি নিজের বলে দাবি করেন। এরপর তিনি উপজেলা ভ‚মি অফিসে মামলা দায়ের করলে ওই দখল করা সম্পত্তি রায় তার ও এতিম দুই ভাতিজাদের পক্ষে আসে । পরে জয়নাল আবদিন ওই রায়ের বিরুদ্ধে জেলা এডিএম আদালতে আপিল করলে সেখানেও তার আপিল খারিজ হয়ে যায়। পরবর্তীতে তিনি অসৎ উদ্দেশ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের আদালতে পুনরায় আপিল করলে গত মাসের (৬ এপ্রিল ) তারিখে সেখান থেকে ও আমাদের পক্ষে রায় হয়।
এরপরও ভাই জয়নাল আবদিন ছমির মুন্সিরহাট বাজারের তার ও মৃত দুই ভাইয়ের ওয়ারিশের ১১ টি দোকান ঘর দীর্ঘ দিন থেকে জোর প‚র্বক দখল করে রেখেছে। আদালতের রায় তাদের পক্ষে হওয়ায় তারা দোকান ঘরের দখল নিতে দিবেনা বলে বলে তাকে ও তার এতিম ভাতিজাদের বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি, ধমকি দিয়ে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন। এ অবস্থায় তাজুল ইসলাম ও তার এতিম ভাতিজারা তাদের বৈধ পাওনা সম্পত্তি তাদের দখল বুঝিয়ে দিতে প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.