
সেনবাগে আওয়ামীলীগের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে উপজেলা আওয়ামীলীগের আহŸায়ক কমিটির সভা শনিবার উপজেলার শায়েস্তানগর গ্রামস্থ লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের“বীর বিক্রম ” শহীদ তরীক উল্লাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা আওয়ামীলীগের আহŸায়ক ও নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক )আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ও এফবিসিসিআইয়ের পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহŸায়ক মোঃ বাহার উল্লাহ বাহার, যুগ্ম আহবায়ক ও ডমুরুয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন কানন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ গেলাম কবির, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগান সহ উপজেলা আওয়ামীলীগের আহŸায়ক কমিটির অধিক্ংাশ সদস্য বক্তব্য রাখেন।
সভায় আগামী সেপ্টেম্বরে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে কমিটির গঠন এবং আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যাথাযোগ্য মর্যাদায় প্রতিটি ইউনিয়নের পালন করার কর্মসূচি হাতে নেওয়া হয়।