মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও গাঁজাসহ দুই মাদক কারবারি সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেঃ জেলার কবিরহাট পৌরভার ৬নং ওয়ার্ডের ইন্দ্রপুর আলীপুর বাড়ির সিরাজ মিয়ার ছেলে মোঃ সজিব (২৭) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌর হাজীপুর গ্রামের মহাজন বাড়ির মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ আরমান হোসেন (২৮)।
রোববার রাতে সেনবাগ থানার এআই মিথুন কুমার মন্ডল ও এসআই সবুজ চন্দ্র পালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়াপুর মোস্তাফা ব্রিকফিল্ড সংলগ্ন আবদুস সামাদের নতুন বাড়ির সামনের কালভার্ট এলাকা থেকে ওই অস্ত্র,গুলি ও মাদক উদ্ধার করে।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি রাম দা, দুইটি ছোরা,একটি পিস্তলের ম্যাগাজিন,একটি শর্টগানের নীল রঙের তাজা কার্তুজ , সাড়ে তিন কেজি ওজনের ৪ প্যাকেট গাঁজা ও একটি গাঁজা মাপার ডিজিটাল মেশিন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃদরে বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে নোযাখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.