শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

<span class="entry-title-primary">সেনবাগে অসহায় দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে</span> <span class="entry-subtitle">জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরের ঈদ উপহার সামগ্রী বিতরণ</span>

সেনবাগে অসহায় দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরের ঈদ উপহার সামগ্রী বিতরণ

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ি, লুঙ্গি বিতরন করেছেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টি সভাপতি এসএ গ্রæপের সমন্বয়ক হাসান মঞ্জুর। রোববার সকালে তিনি তার সেনবাগ উপজেলার বাতাকান্দী গ্রামস্থ নিজ বাড়িতে প্রায় এক হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গী ও নগদ টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন হাসান মঞ্জুরের ছেলে ফাইজান হাসান তানহা ও আরহান হাসান তাহফি, সেনবাগ পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন, সাধারন সম্পাদক মোঃ ফখর উদ্দিন, ভিপি সালাহ উদ্দিন, খন্দকার নিজাম উদ্দিন, নুরুল করিম সুমন,আবু নাছের সজীব, মহিন উদ্দিন বাবুল, মিজানুর রহমান, বাপ্পি, আবদুস সাত্তার ফারুক প্রমুখ।

৭২ বার ভিউ হয়েছে
0Shares