শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগের খলিল মিয়ারহাট ব্যবসায়ী কমিটির নির্বাচন খোকন সভাপতি, স্বপন সেক্রেটারী

সেনবাগের খলিল মিয়ারহাট ব্যবসায়ী কমিটির নির্বাচন খোকন সভাপতি, স্বপন সেক্রেটারী

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র খলিল মিয়ার হাট বাজারের ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে জয়নাল আবদিন খোকন সভাপতি ও আইয়ুব আলী স্বপন সেক্রেটারী নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১০মে) বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । এতে ২৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বাজারের ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে টানা দ্বিতীয় বারের মতো সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জয়নাল আবদিন খোকন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইয়ুব আলী স্বপন।

এছাড়াও ১১ সদস্য বিশিষ্ঠ কমিটির অন্যরা হচ্ছেঃ সহ-সভাপতি আলা উদ্দিন ,সহ-সাধারণ সম্পাদক রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক ইসহাক বাবুল, কোষাধ্যক্ষ আবদুল ওহাব, দপ্তর সম্পাদক মোঃ সাহাব উদ্দিন ও প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম। ছাড়াও সদস্য পদে মশিউর রহমান, মোঃ শাহাজাহান ও মোঃ বাবুল নির্বাচিত হন ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS