মঙ্গলবার- ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগের এনায়েতপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল

সেনবাগের এনায়েতপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী , নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউপির ঐতিহ্যবাহী এনায়েতপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ মেম্বারের সভাপতিত্বে ও ওমর ফারুক বাদল এবং হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন , বাহরাইন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: পারভেজ পলাশ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আয়কর উপদেষ্টা মো: দেলোয়ার হোসেন এবং প্রধান ধর্মীয় আলোচক হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাসুম বিন নোমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অশ্বদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ডা: আবদুস সোবহান, আমির হোসেন মিঝি।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আশ্রাফ উদ্দিন, কোরবান আলী, আজিম উদ্দিন, রবিউল আলম,আবু তাহের,আবদুল মালেক,আলী আক্কাস, হায়দার আলী, হাফেজ আহমেদ,এনায়েতপুর মানবকল্যান ফাউন্ডেশনের পরিচালক সরোয়ার আহমেদ মিঝি, মহিন উদ্দিন,সাখাওয়াত হোসেন,এমাম হোসেন,ইমাম হোসেন,নিজাম উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের প‚র্বে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং এলাকাবাসী ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS