
সুবর্নচরে তরুণীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক গ্রেফতার

জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে মোঃ সোহেল (১৮) নামের এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সোহেল উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের প‚র্ব চরজব্বার গ্রামের এছাক মোল্লার বাড়ির মোঃ হানিফ মিয়ার ছেলে। বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার ২৪ মে রাতে এ ঘটনায় সোহেলসহ পাঁচজনকে আসামি করে তরুণীর বাবা বাদী হয়ে চরজব্বার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।
মামলার অভিযোগ স‚ত্রে জানা যায়, কয়েক মাস আগে ভিকটিমের নানার বসতঘর নির্মাণের কাজ করতে যায় নির্মাণ শ্রমিক সোহেল। একপর্যায়ে দুজনের মধ্যে সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভর দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে সোহেল । সর্বশেষ গত ১৬ মে রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়ির বাগানে ডেকে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে সোহেল। ঘটনাটি জানাজানি হলে পরের দিন আদালতের মাধ্যমে বিয়ে করার কথা বলে সোহেল পালিয়ে যায়।
স্থানীয় স‚ত্রে জানা যায়, গত ২২ মে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিযুক্ত সোহেলদের বাড়িতে যান নির্যাতিত তরুণীর পিতা। তখন সোহেলের পরিবারের সদস্যরা তাঁদের হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন।